গভীর রাতে চিঠিসহ শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি বিলাসবহুল লেক্সাস কার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার রাত ২টার দিকে সিলেট শুল্ক গোয়েন্দা অফিসের সামনে থেকে গাড়িটি জব্দ করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মঈনুল খান।
তিনি জানান, গাড়িটির সাথে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে গাড়িটি শুল্ক বিভাগে হস্তান্তরের কথা জানানো হয়েছে। বিলাসবহুল লেক্সাস গাড়ীটি ২০০৭ সালের তৈরি। চেসিস নম্বর জেটিজেএইচকে ৩১ইউ৬০২০১৫৭৮২। ইঞ্জিন নম্বর ২জিপিএ০৫৬৯৬৪। পাঁচ সিটের সিলভার রঙের এই গাড়ীটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলেও জানান তিনি।
শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক বলেন, ‘গাড়ীটি ২০১১ সালে ইউকে থেকে কেনা। পরে গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে রেজিস্ট্রেশন ছাড়াই চালানো হচ্ছিল।’বাংলামেইল




Discussion about this post