এর আগে পেরুর বিপক্ষে ম্যাচে রেফারির দেওয়া ভ্যানিসিং স্প্রে তুলে ফেলায় হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। তাছাড়া কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে আরেকবার হলুদ কার্ড দেখেন তিনি। পরপর দুই ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি এমনিতেই খেলতে পারতেন না নেইমার।
দ্বিতীয় ম্যাচ শেষে সরাসরি লাল কার্ড দেখায় নেইমারকে আরও তিন ম্যাচসহ মোট চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দশ হাজার ডলার জরিমানাও গুনতে হবে তাকে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন নেইমারের পক্ষে আপীল করতে পারবে। তার শাস্তির পরিমান কমানোর জন্য দেশটির ফুটবল ফেডারেশন সাউথ আমেরিকান গভর্নিং বডির কাছে আবেদন করবেন বলে জানা যায়।
আগামী সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে নেইমার বিহীন ব্রাজিল।
Discussion about this post