ডেস্ক রিপোর্ট
দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক হাসিব বিন শহিদকে সভাপতি এবং জাগোনিউজ২৪.কমের নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় দুই বছর মেয়াদি ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ডিবিসি নিউজের লিটন মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাইজিং বিডির মামুন খান, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের তোফায়েল হোসাইন, অর্থ সম্পাদক আরিফ হোসেন, দফতর সম্পাদক কালের কণ্ঠের মাসুদ রানা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের মেহেদী হাসান।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন- একাত্তর টেলিভিশনের নাদিয়া শারমিন, নাগরিক টিভির ফারহা হোসাইন ও ডেইলি স্টারের ইমরুল হাসান বাপ্পি। প্রথম আলোর আদালত প্রতিবেদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকারকে সংগঠনের উপদেষ্টা করা হয়েছে।
Discussion about this post