বিডি ল নিউজঃ মহেন্দ্র সিং ধোনিকে অনেকেই ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক হিসেবে মানলেও অনেকে তাকে দেশের বাহিরে বা টেস্টে ব্যর্থ বলছেন। কেউবা আমার নবাগত অধিনায়ক বিরাট কোহলির সাথে তার তুলনাও করছেন। কিন্তু, টেস্ট থেকে মাত্রই অবসর নেওয়া ভারতের মহেন্দ্র সিং ধোনির সাথে বর্তমান অধিনায়ক বিরাট কোহলির তুলনা করা সমীচীন হবেনা বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, কোহলির মধ্যে প্রবল সম্ভাবনা থাকলেও, ধোনিই ভারতের সেরা অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে ড্র করার পর অবসর নেন ২৬ বছর বয়সী ধোনি।
দুইজনের অধিনায়কত্বের ধরণ আলাদা উল্লেখ করে গাঙ্গুলি বলেন, ‘ধোনি ও কোহলির মধ্যে তুলনা করার ব্যাপারে যে কেউ দ্বিমত পোষণ করবে। আমি মনে করিনা তাঁদের মধ্যে তুলনা হতে পারে এবং যদি সত্যিই সেরকম কিছু করা হয়, তবে তা খুবই অশোভন ব্যাপার হবে।’
তিনি বলেন, ‘কোহলি এখন দলের নেতৃত্ব পেয়েছে ফলে তাঁর হাত ধরেই ভবিষ্যতে দল এগোবে। তার মধ্যে আক্রমণাত্মক ভাব রয়েছে এবং ও (কোহলি) সবসময় জিততে চায়। মাঠে নেতৃত্ব দেওয়ার জন্য যে আবেগের দরকার হয়, সেটা তার মধ্যে রয়েছে। ফলে সে অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে তার কাজকে আরো ভালো করে এগিয়ে নেবে।’ এদিকে ইংল্যান্ডে খারাপ সময় পার করার পর অজিদের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজে ব্যাট হাতে ভারতের পক্ষে সর্বোচ্চ ৬৯২ রান করেছেন। বিরাট কোহলি মাত্র নেতৃত্ব কাঁধে নিলেন, এখনি এমএসের সাথে তুলনা তাকে সত্যি অপমান করা হবে।
Discussion about this post