গত শনিবার গাড়ি নিয়ে প্রেমিকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে রণবীরকে। ক্যাটরিনার সঙ্গে কয়েক মুহূর্ত কাটানোর জন্য নাকি সকাল থেকেই অপেক্ষা করছিলেন তিনি। এরপর এক সঙ্গে ‘ফ্যান্টম’এর স্পেশাল স্ক্রিনিংয়েও হাজির হয়েছিলেন তারা।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার মুম্বাইয়ে একটি বই প্রকাশের অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন ক্যাটরিনা। অনুষ্ঠান শেষ হওয়ার আগে থেকেই গাড়ি নিয়ে সেখানে হাজির ছিলেন রণবীর। অনুষ্ঠান শেষে ক্যাটরিনা গিয়ে রণবীরের গাড়িতেই ওঠেন। এর পর তারা ‘ফ্যান্টম’এর স্পেশাল স্ক্রিনিংয়ে পৌঁছান।
Discussion about this post