বিডি ল নিউজঃ ক্রিকেট নিয়ে অস্ট্রেলিয়ানদের চিন্তা ভাবনা সত্যি অসাধারণ। তারা নিতে পারে রিস্ক, করতে পারে সবাইকে অবাক। তাই তো ইনজুরিতে থাকা মাইকেল ক্লার্ককে দলে রেখেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ছাড়া কোনো চমক নেই আয়োজকদের বিশ্বকাপ দলে।
ক্লার্ককে দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে প্রধান নির্বাচক রোড মার্শ বলেছেন, ‘ক্লার্ক বিশ্বের সেরা ব্যাটসম্যান। ফিটনেস প্রমাণের জন্য তাকে সব সুযোগ দেব আমরা। আর বিশ্বকাপে দলের নেতৃত্ব দেবে ক্লার্ক।’ হ্যামস্টিং ইনজুরির জন্য ভারতের বিপক্ষে ৩টি টেস্ট খেলতে পারেননি ক্লার্ক।
তার বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করা না হলেও অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জানিয়েছেন, যদি ক্লার্ক খেলতে না পারেন তবে তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন জর্জ বেইলি।
অস্ট্রেলিয়া দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, প্যাটি কামিন্স, জাভিয়ের ডোহার্টি, জেমস ফুকনার, অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, জোশ হাজলেউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেলে স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন।
Discussion about this post