ক্যারিয়ারের শেষ টেস্ট হারতে চলেছেন সাঙ্গাকারা।রানও পাননি ব্যাটে।তবে ওভালে বিদায়ী টেস্টে দারুণ জয় পেয়েছেন মাইকেল ক্লার্ক। পঞ্চম ও শেষ টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ইনিংস ও ৪৬ রানে হারিয়ে দিযেছে তার দল। যদিও পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজটা ইংল্যান্ড জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে।প্রথম ইংনিংসে ৪৮১ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে মাত্র ১৪৯ রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় ইংল্যান্ডের।ফলোঅনে পড়ে কুকের দল। তাদের প্রথম চ্যালেঞ্জ ছিল ইনিংস পরাজয় এড়ানোর। কিন্তু অজি বোলারদের দারুণ বোলিংয়ে ২৮৬ রানে থেমে যায় স্বাগতিকরা।
৩ উইকেটে ২০৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। মনে হয়েছিল ইনিংস পরাজয় এড়াতে পারবে তারা। কিন্তু চতুর্থ দিনের সকাল থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। বাটলটার এবং মঈন আলী কিছুটা দৃঢ়তা দেখালেও তা পর্যাপ্ত ছিল না। সিডল ৩৫ রান দিয়ে ৪ উইকেট পান। এই টেস্ট দিয়েই ক্রিকেটকে বিদায় জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক।




Discussion about this post