নিজস্ব প্রতিবেদক: খাবারের মান খারাপ, খাবারের মধ্যে সিগারেটের স্পন্স, টুথপিক, বড়শি পাওয়া সহ বিভিন্ন অনিয়মের কারনে লাটিমী গ্রুপ পরিচালিত সুপ্রীম কোর্ট বার ক্যান্টিনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছে সাধারণ অাইনজীবীরা। একইসাথে লাটিমীগ্রুপের ইজারাস্বত্ব অতিসত্বর বাতিল ঘোষণা করে নতুন কাউকে দায়িত্ব দেয়ারও দাবি করেন তারা।
আজ সোমবার ক্যান্টিনে খাওয়ার সময় পিয়াজুর মধ্যে বড়শি পান ক্যান্টিনে খেতে যাওয়া একজন অাইনজীবী।
আইনজীবীদের ভাষ্য, ইতিপূর্বে মাছের তরকারির মধ্যে সিগারেটের ফিল্টার পাওয়া গিয়েছিল। নিম্নমানের খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য সাধারণ আইনজীবীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। আজ আবার পিয়াজুর মধ্যে বড়শি পাওয়া যায়। পরবর্তিতে সাধারণ অাইনজীবীরা মিলে সুপ্রীম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক শরিফ ইউ আহমেদ এর উপস্থিতিতে ও বারের কর্মচারীদের সহযোগিতায় ক্যান্টিনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেয়। সকল অাইনজীবীগণের একটাই দাবি লাটিমী গ্রুপের ইজারা বাতিল করা হোক।
Discussion about this post