বিডিলনিউজঃ ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার আপিলের রায় দেওয়া শুরু হয়েছে আজ ১৪ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিট হতে।
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইজারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে ঢাকাস্থ এই হত্যা মামলার আপিলের রায় পাঠ শুরু হয়।
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী রায় পাঠের শুরুতেই বলেন, “এই রায় পাঠ দুইদিন চলবে।”
গত ৩ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ এ মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। এরপর ১০ নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়। কিন্তু ওইদিন হরতালের কারণে রায় ঘোষণা করেননি আদালত।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন সাইফুল ইসলাম, মো. আল আমীন, আকবর আলী লালু, রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী। এদের মধ্যে সেলিম চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।
এর আগে খালাফ হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. মোতাহার হোসেন ৫ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন।
আপিল শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খবির উদ্দিন ভুঁইয়া এ মামলার আসামিদের বিরুদ্ধে দেওয়া সাজা বাতিল এবং রাষ্ট্রপক্ষ নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রাখার জন্য যুক্তি উপস্থাপন করেন।
গত ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন ঢাকাস্থ সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)।
পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যার দুই দিন পর গুলশান থানার এসআই মোশারফ হোসেন এ মামলাটি করেন। সাড়ে চার মাস পর চার ‘ছিনতাইকারীকে’ গ্রেপ্তার করে পুলিশ।
গত ৩০ সেপ্টেম্বর এ মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী ছিনতাইকারীদের রিভলবারের গুলিতে নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়। এতে ৩১ জনকে সাক্ষী ও ১১ প্রকার আলামত জব্দ করার কথা উল্লেখ আছে।
Discussion about this post