বিডি ল নিউজঃ
বালুভর্তি ট্রাক ও তিনস্তরের ব্যারিকেডে অবরুদ্ধ রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়। এই অবরুদ্ধ কার্যালয়েই দ্বিতীয় দিনের মতো রাত যাপন করেন তিনি। এদিকে আজ দুপুর ১২টায় খালেদা জিয়া বের হতে পারেন বলে জানা গেছে।
চেয়ারপারসন কার্যালয়ের সামনে গতকাল রোববার রাত পর্যন্ত ছয়টি ট্রাক থাকলেও সোমবার সকালে ১২টি ট্রাক দেখা গেছে। কার্যালয়ের আশপাশের সড়কে আরো অন্তত ১২টি ট্রাক রয়েছে। কার্যালয়ের সামনে রয়েছে পুলিশের তিনস্তরের ব্যারিকেড।
এদিকে রোববার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান মহিলাদলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাটসহ মহিলাদলের আরো প্রায় সাত/আটজন কার্যালয়ে রাত যাপন করেন।
Discussion about this post