বিডিলনিউজঃ গোপালগঞ্জ নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির মামলা গ্রহন করেনি আদালত। ‘বাংলাদেশ জননেত্রী পরিষদ’ এর সভাপতি এ বি সিদ্দিক মঙ্গলবার সকালে ওই অভিযোগ দায়ের করলে ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তা গ্রহন করেননি।
বিকালে আদেশে তিনি বলেন, বাদী খালেদা জিয়ার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের যে অভিযোগ এনেছেন তা উচ্চ আদালত শুনতে পারে, হাকিম আদালত নয়। আর তিনি নিজে কীভাবে খালেদা জিয়ার বক্তব্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা এই অভিযোগে প্রতীয়মান হয়নি।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর রবিবার বিকেলে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যেতে না পেরে পুলিশ সদস্যদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ কোথায়? গোপালি? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জ আর থাকবে না।
Discussion about this post