বিডি ল নিউজঃ
‘গণতন্ত্র হত্যা’ দিবসের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে গাড়িতে ওঠার পর পুলিশি বাধায় এখনো বাড়ি থেকে বের হতে পারেননি ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বিকেল ৩ টা ৩৯ মিনিটে তিনি গাড়িতে চড়লেও কার্যালয়ের মুল গেটে তালা এবং পুরিশি বাধা থাকায় তিনি বের হতে পারেননি। এর প্রতিবাদে খালেদা জিয়ার সঙ্গে থাকা মহিলা দলের কর্মীরা সেøাগান দিয়ে গেট ধাক্কাতে থাকে। এসময় পুলিশ তাদের দিকে পিপার স্প্রে নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের নিক্ষিপ্ত ওই স্প্রেতে মহিলা দলের সদস্যরা ছাড়াও কমপক্ষে আটজন সাংবাদিক আহত হয়েছেন। যারা সেখানে সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছেন।
Discussion about this post