নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই আসামি অনাস্থা দিয়েছেন। এ ছাড়া ডা. জিয়াউল ইসলাম মুন্নার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে আজ সোমবার যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল।
মামলার প্রধান আসামি খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লা মিয়া মামলার মুলতবি চেয়ে আবেদন করেন। অপরদিকে জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খানও মুতলবি চেয়ে আবেদন করেন। তাদের আবেদন নামঞ্জুর করলে পরে তারা আদালতের প্রতি অনান্থার আবেদন দেন।




Discussion about this post