নিজস্ব প্রতিবেদক: আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দেশনেত্রী খালেদা জিয়া যে ভোট পাবেন তার এক তৃতীয়াংশ ভোট শেখ হাসিনা পাবেন না। সেই কারণে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আইনী প্রক্রিয়ার মাধ্যমে বিলন্বের ঘটনা এটা সরকারের কারসাজি।
মঙ্গলবার খালেদা জিয়ার রিটের আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী একথা বলেন।
সরকার পেছন থেকে কলকাঠি নাড়ছে। নাহলে দ্বিধাবিভক্ত রায় কেনো দেবে। বেগম খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী। সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো জায়গা থেকে দেশনেত্রী খালেদা জিয়া দাঁড়াবে আর বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দাঁড়াবে।
তিনি বলেন, এখনো বিষয়টি বিচারাধীন। আমরা দেখি শেষ পর্যন্ত বিষয়টি কি হয়। তারপর আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।




Discussion about this post