বিডি ল নিউজঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত তারা চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করেন। তবে এ সময় তারা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
তার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিন বিকেলে তিনি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন। পরে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে তিনিও বের হয়ে যান। তিনিও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।




Discussion about this post