বিডিলনিউজঃ যত বাধাই আসুক না কেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী নেতা খালেদা জিয়া আগামীকাল রাজধানী নয়াপল্টনের সমাবেশে অবশ্যই উপস্থিত হবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
হাফিজউদ্দিন বলেন, আগামীকালের সমাবেশ হবে শান্তিপূর্ণ। গণতন্ত্র রক্ষার এই সমাবেশে বিএনপি নেত্রী খালেদা জিয়া যথাসময়ে উপস্থিত হবেন। যে কোন মূল্যে এই সমাবেশ সফল করা হবে। এসময় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সমাবেশে বাধা দেয়া হলে সারাবিশ্ব বাংলাদেশকে ধিক্কার জানাবে।
Discussion about this post