বিডি ল নিউজঃ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে ককটেল বহন করার সময় বিস্ফোরিত হয়ে এক যুবক আহত হয়েছে। পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া জানান, রোববার দুপুর ১২টার দিকে ব্যাগে করে মো: কবীর নামে ওই যুবক কয়েকটি ককটেল বহন করছিল। সে খিলগাঁওয়ের আমানুল্লাহ মার্কেটের কাছে পৌছালে ককটেলগুলো বিস্ফোরিত হয়। স্থানীয়রা তাকে আহতাস্থায় উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে।
Discussion about this post