খুলনা জেলা আইনজীবী সমিতির-২০১৭ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বর্তমান সভাপতি অ্যাডভোকেট সরদার আনিছুর রহমান পপলু পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন একই পরিষদের বিজন কৃষ্ণ মণ্ডল।
রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এএম আহমেদ উল্লাহ এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পপলু পেয়েছেন ৬৫৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সাবেক সভাপতি শেখ মাসুদ হোসেন রনি পেয়েছেন ৪৬২ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক বিজন পেয়েছেন ৫৫৮ এবং তার প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ পেয়েছেন ৫২৭ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন- মো. শরিফুল ইসলাম জোয়ার্দ্দার (৫৭১) ও মো. মনজিলুর রহমান মল্লিক (৫২৫), যুগ্ম সম্পাদক এজাজুল হাসান শিকদার মুকুট (৬৩১), সম্পাদক পাঠাগার এস এম মোহিতুর রহমান কচি (৬০৪), সম্পাদক সাহিত্য ও সাংস্কৃতিক মো. আরাফাত হোসেন।
৭ জন সদস্য যথাক্রমে মো. আব্দুল হক গাজী (৬১৯), ফাল্গুনী ইয়াসমিন (৫৯৭), নূরুন নাহার (৫৯৪), ইয়াছিন বিন সদর পলাশ (৫৬৭), মোঃ মনিরুল ইসলাম পান্না (৫৪৬), প্রশান্ত কুমার গাইন (৫৩৮) ও জি এম মাসুদ করিম (৫০৮)। উভয় প্যানেল থেকে ১৪ পদের মধ্যে ৭ জন করে নির্বাচিত হয়েছেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পপলু-বিজন প্যানেল থেকে সহ-সভাপতি মো. মনজিরুল রহমান, সম্পাদক (সাহিত্য ও সাংস্কৃতিক) মো. আরাফাত হোসেন এবং সদস্য পদে ফাল্গুনী ইয়াসমিন, নুরুন নাহার ও প্রশান্ত কুমার গাইন নির্বাচিত হয়েছেন।
সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের রনি-মাসুম প্যানেল থেকে সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক এজাজুল হাসান শিকদার মুকুট, সম্পাদক (পাঠাগার) এস এম মোহিতুর রহমান ও সদস্য পদে মো. আব্দুর হক গাজী, ইয়াছিন বিন সদর, মো. মনিরুল ইসলাম, জিএম মাসুদ করিম নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল ৯টায় সমিতির পুরানো ভবনের ১ নম্বর হলরুমে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৩টা পর্যন্ত।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট এএম আহমেদ উল্লাহ।
সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রজব আলী সরদার ও অ্যাডভোকেট এফএম আক্তারুজ্জামান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ১ হাজার ২৮৬ জন ভোটার। ১৪টি পদে সর্বমোট ২৮ জন প্রার্থী দু’টি প্যানেলে বিভক্ত হয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করেন।




Discussion about this post