বিডিলনিউজঃ বিরোধীদলের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি যাতে সফল না হয় সেজন্য নেতাকর্মীদের ঢাকায় আসতে না দিতে সরকার গণপরিবহণ বন্ধের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। শুক্রবার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন তিনি।
সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, সরকার এই কর্মসূচিকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র শুরু করেছে। সরকার পরিকল্পিতভাবে ২৯ তারিখের ঢাকা অভিমুখে গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে বাধা দিচ্ছে। তারা বাস-লঞ্চ-ট্রেন বন্ধ করে দেয়ার পাঁয়তারা করছে, যাতে মানুষ ঢাকায় আসতে না পারে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোনো ষড়যন্ত্র ওই কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না।
এসময় তিনি আরোও বলেন, দেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে। একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার যে নীল নকশার নির্বাচন করছে, দেশি-বিদেশি আন্তর্জাতিক মহল একে সমর্থন দিচ্ছে না। তারা ওই একদলীয় নির্বাচন প্রক্রিয়াকে প্রত্যাখান করেছে। এরপরও সরকার একগুয়েমি করে মানুষের ভোটারধিকার হরণে নির্বাচন করতে যাচ্ছে।
জনগনের ঐক্যবদ্ধ আন্দোলনে এই নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি দেন দলের অন্যতম শীর্ষস্থানীয় এই নেতা।
Discussion about this post