টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে সড়কে গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলা এবং ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। হামলায় পুলিশের এসআই দয়াল, এসএসআই ফয়েজ এবং কনস্টেবল শফিক আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা বাজারের দক্ষিণ পাশের সড়কে (সখীপুর-সাগরদিঘি সড়ক) এ হামলা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন পরিবর্তন ডটকমকে বুধবার জানান, গত ১৬ ডিসেম্বর ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়। সেই মামলার আসামিদের গ্রেফতার করতে গেলে কৃষক শ্রমিক জনতা লীগের লাল মিয়া চেয়ারম্যানের নেতৃত্বে বড় চওনা এলাকায় কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপির নেতা-কর্মীরা গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দিয়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
একই সাথে পুলিশের গাড়িতে ভাংচুর এবং হামলাও করেন তারা। এতে পুলিশের ৩ সদস্য আহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১৯ রাউন্ড গুলিবর্ষণ করে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপর দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ এ ঘটনায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
Discussion about this post