
কলকাতায় ‘দিল ধড়কনে দো’-র প্রচারে দলের অন্যান্য কলাকূশলীদের সঙ্গে আসছেন না বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। জানা গিয়েছে শারীরিক অসুস্থতার জন্যই কলকাতায় আইপিএলের ফাইনালেও থাকছেন না তিনি।
সূত্রের খবর, শনিবার মুম্বইয়ে ‘দিল ধড়কনে দো’ ছবির প্রমোশন থেকে ফিরে হঠাতই অসুস্থ হয়ে পড়েন ছবির নায়িকা অনুষ্কা। চিকিতসক জানিয়ছেন গরমেই অসুস্থ হয়ে পড়েছেন অনুষ্কা। এইকারণে তাকে দুদিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন তিনি। সেইকারণেই ছবির প্রচার বন্ধ রেখেছেন অনুষ্কা।
অনুষ্কা জানিয়েছেন, কলকাতায় ছবির প্রচারে আসতে না পারায় খুবই দুঃখিত তিনি।
জোয়া আখতার পরিচালিত এই ছবিটি আগামী ৫ জুন মুক্তি পাবে। সেই উপলক্ষ্যে ছবির প্রচারও শুরু করে দিয়েছেন পরিচালক। মুম্বই, কলকাতা ছাড়াও ইন্দোর, জয়পুর, চন্ডীগড়, দিল্লি, আমদাবাদ, বেঙ্গালুরুতেও যাবেন ছবির পুরো টিম।
এই কমেডি ড্রামায় অনুষ্কা ছাড়াও অভিনয় করেছেন ফারহান আখতার, অনিল কপূর, রণবীর সিংহ, শেফালি শাহ, প্রিয়াঙ্কা চোপড়া প্রমুখ।”এবিপি আনন্দ




Discussion about this post