ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৫৫) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, আটকের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না ওই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না জানান, দেলোয়ার হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।




Discussion about this post