বিডি ল নিউজঃ বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পালাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় র্যাব,বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলা রয়েছে। তারা সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। গ্রেফতারদের শুক্রবার দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হবে বলেও জানান তিনি।




Discussion about this post