নিজস্ব প্রতিবেদক
কাউন্সিলর প্রভাবশালী হওয়ার পুলিশের বক্তব্য তদন্ত চলছে ৫ দিন গড়ালেও নেই কোন প্রতিকার। ভুক্তভোগি শিলা আক্তারসহ তার মায়ের উপর হামলার প্রতিবাদে গত ৩১/০৩/২০২২ ইং তারিখ গাজিপুরের কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন ।
এরপর ঘটনা ৫ দিন গড়ালেও পুলিশের কোন পদক্ষেপ না নেওযায় আজ বিকেল ৪ টার সময় গাজিপুরের কাশিমপুর থানার তদন্তকারী কর্মকর্তা তানভির হোসেনকে প্রশ্ন করা হলে তিনি মোবাইল ফোনে বিডি‘ল’ নিউজকে বলেন আমরা তদন্ত করছি এর বাইরেও কিছু প্রশ্ন করতেই তিনি কোন জবাব না দিয়ে ফোন কেটে দেয়।

গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষানবিশ আইনজীবী শিলা আক্তারসহ তার মা নাজমা বেগম।
ভুক্তভােগী শিক্ষানবিশ আইনজীবী শিলা ও তার স্বজনরা জানান, প্রায় দুই সপ্তাহ আগে ওয়ার্ড কাউন্সিলর মীর আসাদুজ্জামান তুলা তাদেরকে হুমকি দিয়েছিল যে, তাদের বড় ধরনের ক্ষতি হবে। এরপর বৃহস্পতিবার রাতে তাদের বাসার সামনে স্থানীয় সাইদুর রহমান খলিলের নেতৃত্বে দশ বারােজনের যুবক দল লাঠিসােটা, রড় ও ধারালাে অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।
এতে শিক্ষানবিশ আইনজীবী শিলা ও তার মা মারাত্মক জখম হন। শিলাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানাে হয়। তার মা নাজমা বেগমকে একই হাসপাতালে আনা হলে পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
তারা এই ঘটনার কঠোর শাস্তি দাবি করেছেন। বাড়ির জমির রাস্তা নিয়ে বিরােধের জের ধরে এই হামলা হয়েছে বলে অভিযােগ তােলা হয়। এ বিষয়ে বক্তব্য নিতে সোমবার বিকালে অভিযুক্ত কাউন্সিলর আসাদুজ্জামান ‘তুলাকে মােবাইলে ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।
Discussion about this post