কামরুল হাসান (নাজমুল ), গাজীপুর ডেস্ক: গাজীপুরে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে কামরুল ওরফে কামু নিহতের ঘটনায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা যায়, মৃুল আসামী মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম ওরফে কামু (৩২) বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন।
এদিকে নিহত কামু কালীগঞ্জের রায়েরদিয়া গাইনিপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিন খানের ছেলে।
নিহতের স্ত্রী আসমা বেগম অভিযোগ করেন, ডিবি পুলিশ গত বৃহস্পতিবার ভোরে তার স্বামীকে বাসা থেকে ধরে নিয়ে যায়। পরে গুলি করে হত্যা করে।
এর আগে গাজীপুর ডিবির ওসি আমির হোসেন জানান, কামুকে চার হাজার পিস ইয়াবা ও একটি নম্বরবিহীন প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে নগরীর পূবাইলের ভাদুন এলাকায় গেলে বন্দুকযুদ্ধে তিনি মারা যান।
নিহতের স্ত্রী আরও অভিযোগ করেন, পুলিশ তাদের বাসা থেকে টেলিভিশন, মোবাইল, টাকা, স্বর্ণালংকার ও কিছু দলিলপত্র নিয়ে গেছে।
তিনি বলেন, কামুর বিরুদ্ধে দেশের ককোন থানায় মাদক বা অন্য কোন মামলা নেই। তারা কখনো টঙ্গীর এরশাদ নগরে ভাড়া থাকেননি। তার স্বামী পূর্ব আরিচপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
Discussion about this post