কামরুল হাসান (নাজমুল), গাজীপুর ডেস্কঃ
সোমবার গাজীপুরে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার সময় মাঝখানে চাপা পড়ে এক বাস হেল্পারের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা বলেন, দুই বাস প্রতিযোগীতা নিয়ে চলার সময় দরজায় দাঁড়িয়ে থাকা হেল্পার দুই বাসের মাজখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
নিহতের নাম রামচরণ সরকার (২৮) গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকার সন্তোষ সরকারের ছেলে। ওসি বাসুদেব বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাস কার আগে কে যাবে প্রতিযোগী করে ঢাকার দিকে যাচ্ছিল। তখন বাসের দরজায় দাঁড়িয়ে ছিলেন বাস হেল্পার রামচরণ। একপর্যায়ে ওভারটেক করার সময় বাস দুটির মাঝখানে চাপা পড়ে রামচরণ ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে পুলিশের কাছে কেউ কোন অভিযোগ জানায়নি তাই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।




Discussion about this post