বিডি ল নিউজঃ
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে গাজীপুরের নলজানী এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বোমার আগুনে দগ্ধ হয়েছেন বাসের ৬ যাত্রী। এদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।
বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-গাজীপুর সড়কে এ পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর পুলিশ লাইনের খানিক পশ্চিমে নলজানী এলাকায় ওই যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বাসের চালক ভয়ে রাস্তার পাশে বাসটি নামিয়ে দেন। ততক্ষণে বাসে আগুন ছড়িয়ে পড়ে। কোনো কোনো যাত্রী দ্রুত নেমে পড়লেও দগ্ধ হন ৬ জন।
জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোমিন মিয়া জানান, সম্ভবত পেট্রলবোমা নিক্ষেপ করে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন। এরমধ্যে, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
Discussion about this post