সড়ক দুর্ঘটনা রোধে গাড়িচালকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী পাঁচ বছরের মধ্যে এ নির্দেশ বাস্তবায়নের জন্য সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে মোটরযান অধ্যাদেশ আইনে অপরাধের সাজা ও জরিমানা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছেন আদালত।
সোমবার (০৭ ডিসেম্বর) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহেদুল হকের বেঞ্চ এই রায় দেন।
রায়ে ঢাকা থেকে জেলা পর্যায়ে যাওয়া মহাসড়কে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনা প্রতিরোধে উভয় পাশের স্থাপনা অপসারণের নির্দেশও দিয়েছেন আদালত। একইসঙ্গে মহাসড়কে বিভাজক (ডিভাইডার) তৈরি ও পথচারীদের জন্য প্রয়োজনীয় আন্ডারপাস নির্মাণ করতে বলা হয়েছে। এ ছাড়া মহাসড়কে ১০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণের অনুমতি দানের বিধান বাতিল করারও আদেশ দেওয়া হয়েছে।
২০১১ সালের ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে আওয়ামী লীগের সংসদ সদস্য মোক্তাদির চৌধুরীর গাড়িবহর সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ১১ জন মারা যান। এই ঘটনায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ‘হিউম্যান রাইটস ফর পিস বাংলাদেশ’-এর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেন হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন।
মনজিল মোরসেদ গণমাধ্যমকে বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছেন। আমাদের দেশে চালকদের কোনোরকম পড়াশোনা লাগে না। এ রায়ের মাধ্যমে একটি দিকনির্দেশনা তৈরি হলো।’
Discussion about this post