রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসী-পুলিশ গুলি বিনিমনের অভিযানে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন নিহত হয়েছে।
মূলত গ্রেনেড হামলায় তিনি মারা গেছেন বলে পুলিশের সূত্র জানাচ্ছে। আহত অবস্থায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা গেছেন। শুক্রবার (০১ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনার সূত্রপাত। এখনও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এদিকে, এই ঘটনায় র্যাব-১ এর প্রধান লে. কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ, অতিরিক্ত কমিশনার (ডিবি) শেখ মারুফ হাসানসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।




Discussion about this post