রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় রাজীব গান্ধী ওরফে প্রভাষ নামে আরও একজন জড়িত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি।
মনিরুল ইসলাম বলেন, এসব হামলার অর্থ ও অস্ত্র বিদেশ থেকে এসেছে। হুন্ডিতে এসেছে অর্থ। আর অস্ত্র এসেছে ভারত হয়ে। এ দুই হামলার আগে হুন্ডির মাধ্যমে ১৪ লাখ টাকা গ্রহণ করে জঙ্গিরা।
এ অর্থ ও অস্ত্র কারা প্রথমে প্রেরণ ও গ্রহণ করেছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
তিনি বলেন, দুই হামলার ঘটনার অন্যতম পরিকল্পনাকারী হলেন রাজীব। আমাদের ধারণা এই রাজীবসহ গুলশান হামলার অপারেশনাল কমান্ডার নুরুল ইসলাম মারজান ও আরেক জঙ্গি বাশারুজ্জামান দেশের মধ্যেই আত্মগোপন করে আছেন। হামলার পর খালিদ ও রিপন নামে দুই জঙ্গিও ভারতে পালিয়ে গেছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে।
মনিরুলের মতে, সম্প্রতি পুলিশের যে অভিযান হয়েছে। এতে জঙ্গিদের ৬০ শতাংশ শক্তি ক্ষয় করা হয়ে গেছে। তবে বর্তমানে মারজান, বাশারুজ্জামান ও রাজীব আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারের ভয়ে আত্মগোপন করেছেন। যেকোনো সময় তারা আবার সংঘবদ্ধ হতে পারেন বলে আমাদের ধারণা।




Discussion about this post