বিডিলনিউজঃ গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর আদাবর থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাইদুল ইসলাম। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়ার আব্দুস সাত্তারের ছেলে।
শুক্রবার সকালে আদাবর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আদাবর থানা এলাকার বেড়িবাঁধে বালুরমাঠে আজম টাওয়ারের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তদের গুলিতে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত সাইদুল প্রবাসে চাকরি করতেন। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
Discussion about this post