রাজধানীর শাহবাগ থানাধীন সেগুনবাগিচায় গৃহকর্তার বকা খেয়ে বিউটি আক্তার (১৯) নামে এক গৃহকর্মী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ ঘটনার পর শনিবার (১৮ জুন) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলক কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেয়া হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
তিনি জানান, দুপুরে শাহবাগ থানার এসআই সিরাজুল ইসলাম ওই গৃহকর্মীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে নিয়ে আসেন। বিউটি আক্তারের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। বাবার নাম রফিকুল ইসলাম। তিনি সেগুনবাগিচার তোপখানা রোডের ৬/বি নম্বর ১১ তলা ভবনের ৪ তলায় গৃহকর্মীর কাজ করতেন।
এদিকে শাহবাগ থানার এসআই সিরাজুল জানান, সকাল ১০টার দিকে গৃহকর্তা মাসুদুর রহমান থানায় ফোন দিয়ে গৃহকর্মী আত্মহত্যার খবর দেন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিউটির মৃতদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হয়।
গৃহকর্তার মাসদুর রহমানের বরাত দিয়ে এসআই সিরাজুল আরো জানান, চলতি মাসের ৫ তারিখে বিউটি ওই বাসায় কাজে যোগ দেয়। ময়মনসিংহে রিপন নামে এক ছেলের সাথে তার সম্পর্ক ছিলো। দিনের বেশিরভাগ সময়ই সে মোবাইলে কথা বলতো। এ নিয়ে শুক্রবার রাতে গৃহকর্তা তাকে বকাবকি করে। পরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রান্না ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।




Discussion about this post