বিডি ল নিউজঃ ২২ গজে গেইল ঝড়। বিশ্বকাপে প্রথম দ্বিশতরানের রেকর্ড ক্রিস গেইলের। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০টি চার, ১৬টি ছয়ের সাহায্যে ১৪৭ বলে অনবদ্য ২১৫ রান। শতরান করে যোগ্য সঙ্গত স্যামুয়েলসের।
ক্যানবেরার মানুকা ওভালে টসে জিতে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। খেলতে নেমে দলীয় স্কোরে ১ রান যোগ হতেই বিদায় নিয়েছেন ওপেনার ডোয়াইন স্মিথ। রানের খাতা খোলার আগে তাকে বোল্ড করেছেন পানিয়াঙ্গাকারা। তবে দ্বিতীয় উইকেটে ক্রিস গেইল ও মারলনের জুটিতে বড় স্কোর গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ওভারে তাই ২ উইকেট হারিয়ে ৩৭২ রান তুলেছে তারা।
এই ম্যাচে দ্বিতীয় উইকেটে বিশ্বকাপ তথা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন গেইল ও মারলন। এই জুটিতে এসেছে ৩৭২ রান। সঙ্গে বিশ্বকাপের প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি (২১৫ রান) করেছেন গেইল। ১৪৭ বল খেলে এই রান করেছেন তিনি। এ ম্যাচে মোট ১৬টি ছয় মেরেছেন তিনি। আর বাউন্ডারি রয়েছে ১০টি। এ ছাড়া মারলন শেষ অবধি অপরাজিত ছিলেন ১৩৩ রানে।




Discussion about this post