পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের ধাক্কামারা এলাকায় গোপন বৈঠকের সময় জামায়াতের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি সিডি ও ইসলামী বই জব্দ করা হয়। তারা হলেন- পঞ্চগড় পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও জগদল দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদীন (৪৩), পঞ্চগড় বাজার ইউনিট জামায়াতের আমির মো. নাজিম উদ্দিন (৪৮), সেক্রেটারি মো. আতিক (৩০) এবং অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক ও জামায়াত কর্মী মো. শহিদুল ইসলাম (৬২)।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের ধাক্কামারা এলাকার ডিস্টিলারিজ খালপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, এলাকার ডিস্টিলারিজ খালপাড়ার ওয়ার্ড জামায়াতের সভাপতি শহীদুল্লাহ পাটোয়ারী বাদলের বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলছিল। বৈঠকে ১০-১২ জন জামায়াত নেতাকর্মী ছিল।
এমন সময় সেখানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, ওই বাড়িতে জামায়াত নেতাকর্মীদের গোপন বৈঠক চলছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার মামলার প্রস্তুতি চলছে।




Discussion about this post