গোপালগঞ্জের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রহিম (২১) নামে এক যুবককে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করছে। টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে আব্দুর রহিমকে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের যুবক আব্দুর রহিম প্রতিবেশি এক শিশুকে ফুসলিয়ে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রহিমকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছেন।
Discussion about this post