
বিডি ল নিউজঃ দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা।
দগ্ধরা হলেন সুমন (৩০), রেশমা (২৫), বিথি (১৫), রাব্বি (১০), অয়ন (২০), রুবি (৪০) ও মমতা (৫০)। তারা সাবাই একই পরিবারের সদস্য। তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
রাজধানীর কলাবাগান লেক সাকার্স এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে সাত জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে সঙ্গে সঙ্গে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন।
শনিবার (৩০ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর ও পলাশী থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে শনিবার সাড়ে ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ওই বাসার দু’টি কক্ষের টিনের চাল উড়ে গেছে ও ইটের দেয়াল ফেটে গেছে বলে খবর পাওয়া যায়।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টিনশেড ঘরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এসেছে। দগ্ধদের ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Discussion about this post