বিডি ল নিউজঃ আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে ১৫তম ‘ভোট ডাকাতি দিবস’ উপলক্ষে প্রতিবাদ সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, তাঁকে গ্রেপ্তার করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাসও ক্ষমতায় থাকতে পারবেন না; প্রধানমন্ত্রী যদি তা পারেন, তাহলে তিনি (কাদের সিদ্দিকী) হাতে চুড়ি পরবেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘আমাকে গ্রেপ্তার করে দেখুন, এক মাসও ক্ষমতায় থাকতে পারবেন না। ক্ষমতায় থাকতে পারলে হাতে চুড়ি পরব।’
কাদের সিদ্দিকী বলেন, ‘রাজাকারকে রাজাকার বলায় শেখ হাসিনা আমার ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি যতদিন বেঁচে আছি, রাজাকারকে রাজাকারই বলে যাব। কখনো দুলাভাই বলব না। আমার কাছে বাড়ি, জনসভা ও জেলখানা একই কথা।’
বড় ভাই লতিফ সিদ্দিকীকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘আপনি আজীবন আমাকে গালি দিতে দিতে এখন আপনার মন্ত্রিত্বসহ সবই গেছে। আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে গামছায় যোগ দিন।’ উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ এনে কাদের সিদ্দিকী প্রতিবছর এই দিনে ভোট ডাকাতি দিবস পালন করেন।
Discussion about this post