
জেনেভা: প্রেসিডেন্ট নির্বাচনের আগে এবার ঘুষ-কেলেঙ্কারি নিয়ে বিপাকে আন্তর্জাতিক ফুটবল সংগঠন ফিফা। মার্কিন কর্তৃপক্ষের অনুরোধে ফিফা-র ছয় আধিকারিককে গ্রেফতার করল সুইত্জারল্যান্ড পুলিশ। লক্ষ লক্ষ ডলার ঘুষ লেনদেনের অভিযোগে ওই আধিকারিকদের বিরুদ্ধে উঠেছে বলে জানানো হয়েছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওই ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। সুইস বিচার মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন স্পোর্টস মিডিয়া ও স্পোর্টস প্রোমোশন সংস্থার প্রতিনিধি। তাঁদের বিরুদ্ধে ফিফার প্রতিনিধি, ফুটবল কর্তা এবং ফিফা-র বিভিন্ন অধীনস্থ সংস্থার কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘুষের পরিমান প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। এই ঘুষের বিনিময়ে তাঁরা লাতিন আমেরিকার বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের মিডিয়া, মার্কেটিং ও স্পনসরশিপের স্বত্ত্ব যোগাড় করতেন।
বিচার মন্ত্রকের বিবৃতিতে আরও জানানো হয়েছে, ১৯৯০-এ দশক থেকে বর্তমানতাঁরা এই ঘুষের কারবার চালাচ্ছেন বলে সন্দেহ। মার্কিন কর্তৃপক্ষের অনুরোধেই ওই ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই অপরাধ মার্কিন যুক্তরাষ্ট্রেই ঘটেছে এবং মার্কিন ব্যাঙ্কের মাধ্যমেই আর্থিক লেনদেন হয়েছে।
জুরিখের একটি অভিজাত হোটেল থেকে ফিফা-র ওই আধিকারিককে গ্রেফতার করে পুলিশ। ফিফা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, আগামী শুক্রবার ফিফা-র প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটার পঞ্চম দফায় নির্বাচিত হওয়ার জন্য লড়াই করছেন। তার আগে ঘুষের অভিযোগ ঘিরে বিপাকে পড়ল ফিফা।
উল্লেখ্য, এর আগে খবর ছড়িয়েছিল ব্লাটারই দুর্নীতির অভিযোগে মার্কিন তদন্তের অন্যতম লক্ষ্য। কিন্তু চলতি মাসেই ওই খবর খারিজ করেছিলেন ব্লাটার। নিউইয়র্ক টাইমসও জানিয়েছে, এ ক্ষেত্রে ব্লাটার তদন্তের লক্ষ্য নন।
যদিও এই ঘটনা ফিফা-র কাছে একটা বড় ধাক্কা। কারণ, ২০১৮ এবং ২০২২-এর বিশ্বকাপের বিডিং ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
Discussion about this post