ডেস্ক রিপোর্টঃ প্রথিতযশা সর্বজন শ্রদ্ধেয় এডভোকেট এবং বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব অ্যাড.কবির চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কোভিড ১৯ আক্রান্ত হয়ে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২ই জুন ২০’ বেলা ১১.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কবির হোসাইন।
তার মৃত্যু সংবাদে চট্টগ্রামের সুশীল সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এবং আইনজীবীরাও হয়ে পড়েছেন অভিভাবক শূন্য।
এডভোকেট মোঃ কবির চৌধুরী বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সাবেক নির্বাচিত সদস্য(২০১২-২০১৫) এবং চট্টগ্রাম বারের সাবেক সভাপতি(১৯৮৯) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
তিনি চট্টগ্রামের আইনজীবী সমাজের বিভিন্ন সমস্যা ও সংকটে কান্ডারির ভূমিকা পালন করে সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব হিসেবে সমাদৃত হয়েছেন।
Discussion about this post