বিডি ল নিউজঃ
এক কোটি, দুই কোটি কিংবা কয়েক বস্তা নয় আস্ত দুই ট্রাক টাকা আটক করেছে পুলিশ! এই দুই ট্রাক টাকা আটকের পর প্রশাসনে রীতিমত তোলাপাড় সৃষ্টি হয়। কিন্তু কয়েক ঘণ্টা পর টাকাসহ আটক ট্রাক দুটিকে ছেড়ে দেয়া হয়!
শনিবার সকাল ৯টার দিকে নগরীর বায়োজিদ থানার অক্সিজেন এলাকা থেকে ট্রাক দু’টি আটক করেছিল পুলিশ। এ ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বায়োজিদ থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের বাতিল করা দুই ট্রাক টাকা জব্ধ করেছিল পুলিশ। এসব টাকা খুলনা থেকে নগরীর রৌপাবাদের একটি কার্টুন তৈরির কারাখানায় আনা হচ্ছিল। ব্যবহারের অযোগ্য বাতিল টাকাগুলো ছিল কুচি কুচি করে একদম কাটা। পরে কাগজপত্র দেখে ট্রাক দুটিকে ছেড়ে দেয়া হয়।’
পুলিশ জানায়, খুলনা থেকে পরিত্যাক্ত ও বাতিল টাকাগুলো কাগজের মণ্ড তৈরির জন্য টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারের মাধ্যমে চট্টগ্রাম নগরীর রৌপাবাদের একটি কার্টুন তৈরির কারখানা এসব টাকা ক্রয় করে। বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পরিদর্শক বিমল মজুমদারের স্বাক্ষর করা এই সংক্রান্ত একটি ছাড়পত্র রয়েছে ট্রাক দু’টির চালকের কাছে। সকালে সন্দেহজনকভাবে আটক ট্রাক দু’টিকে ব্যাংকের কাগজপত্র দেখে ছেড়ে দেয়া হয়।
Discussion about this post