চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বাকলিয়া হাফেজনগর এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে প্রায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় নাজিম উদ্দিন মিল্লাত (৩০) নামে একজনকে আটক করা হয়।
সোমবার গভীররাতে ওই বাসায় অভিযান চালায় র্যাব।
র্যাব-৭ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীরর পশ্চিম বাকলিয়ার হাফেজ নগর এলাকার হাজী গোফরান উদ্দিন মুন্সীর বাড়ির একটি ভাড়া বাসায় অভিযানে যায় র্যাব। এসময় সেখান থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানার উপ-পরিদর্শক খন্দকার সাইফুদ্দিনের বাসায় অভিযান চালানো হয়। তার পরিবারের সদস্যরা ওই বাসায় থাকে না। তারা অন্য ফ্ল্যাটে থাকে।
তিনি দাবি করেন, ইয়াবা ব্যবসার জন্য সাইফুদ্দীন বাসাটি ভাড়া নিয়েছেন। তবে সাইফুদ্দীনকে আটক করা যায়নি। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। অভিযানে ইয়াবা ছাড়াও বেশ কয়েকটি মোবাইল ফোন ও বিভিন্ন রকম মাদক উদ্ধার করা হয়েছে।
Discussion about this post