বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ” ভর্তি আবেদনের যোগ্যতা শিথিল করে সব ইউনিটে দশমিক (.)২৫ পয়েন্ট কমানো হয়েছে, তবে ভর্তি আবেদনের ফি ৪৭৫ টাকা অপরিবর্তিত রয়েছে।” এবার বেশকিছু বিভাগে আসন সংখ্যা এবং প্রতিবন্ধী কোটা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি । একই সাথে
দুটি নতুন বিভাগ চালুর বিষয়টিও নিশ্চিত করেন তিনি। চালু হতে যাওয়া নতুন বিভাগ দুটি হলো, কলা অনুষদের অধীনে ‘ সঙ্গীত বিভাগ ‘ এবং শিক্ষা অনুষদের (নতুন অনুষদ) অধীনে ‘ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্সেস ‘ বিভাগ। সঙ্গীত বিভাগে ২০ ও ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টস সায়েন্সে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। নতুন বিভাগ খোলায় শিল্পী ও খেলোয়াড় কোটা বাতিল করা হয়েছে। তবে
বিকেএসপি কোটা বহাল রাখা হয়েছে। এ ছাড়া চারুকলা, নাট্যকলা, সঙ্গীত এবং ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টস সায়েন্সেস এই চারটি বিভাগে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।
ভর্তির আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী : বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং ২০১৪ ও ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান
পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে
মেসেজ অপশনে গিয়ে cu স্পেস এইচএসসি শিক্ষা বোর্ডের নাম স্পেস এইচএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এইচএসসি পরীক্ষার সাল স্পেস এসএসসি শিক্ষা বোর্ডের নাম স্পেস এসএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এসএসসি পরীক্ষার সাল স্পেস কাঙ্ক্ষিত ইউনিটের নাম দিয়ে কোটা থাকলে কোটার নাম লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিনকোড জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে cu স্পেস পিন নাম্বার স্পেস দিয়ে আবেদনকারীর নিজের ব্যবহৃত যে কোন অপারেটরের একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
এছাড়াও ভর্তি পরীক্ষা সর্ম্পকিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।
Discussion about this post