বিপ্লব,চবি প্রতিনিধি, বিডি ল নিউজঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শনিবার থেকে লাগাতার অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশ। ছাত্রলীগ কর্মী তাপস সরকারের ‘মূল হত্যাকারীদের’ বিচারসহ ছয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিয়ন্ত্রিত বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) কর্মীরা এ অবরোধের ডাক দেয়।
শুক্রবার সন্ধ্যায় ভিএক্স গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আরিফুল ইসলাম অবরোধের বিষয়টি বিডিলনিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তাপস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারসহ ছয় দফা দাবিতে আমরা এর আগেও অবরোধের ঘোষণা দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবির বাস্তবায়ন না করায় ফের অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। গত ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ফুল দিতে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগের দুই গ্রুপ। এসময় গুলিতে নিহত হন ছাত্রলীগ কর্মী তাপস সরকার। তাপস সরকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নিয়ন্ত্রিত বগিভিত্তিক গ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’র (সিএফসি) নেতা। তাপস সরকার হত্যাকাণ্ডের জন্য সিএফসির পক্ষ থেকে ভিএক্স গ্রুপকে দায়ী করা হয়। পুলিশও জানায়, ভিএক্স গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক আশরাফুজ্জামান আশার গুলিতেই তাপস নিহত হন। তবে ভিএক্স গ্রুপের দাবি, সিএফসি গ্রুপের নেতারা নিজেরাই তাদের কর্মীকে খুন করেছে। তারা হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে সিএফসির কয়েকজন নেতাকে দায়ী করেন। ভিএক্স’র দেয়া ছয় দফা দাবি হলো- ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে নিহত ছাত্রলীগ সমর্থক তাপস সরকারের মূল হত্যাকারীদের বিচার, কর্তব্য অবহেলার কারণে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইলের অপসারণ, ‘হত্যার মূল পরিকল্পনাকারী রাকিব, অমিত ও সুমন মামুন গ্রেফতার’, ছাত্রলীগকর্মীদের হলে অবস্থান ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ইতোপূর্বে আটক ‘নিরপরাধ’ নেতাকর্মীদের মুক্তি, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা অস্ত্র ও হত্যা মামলা’ প্রত্যাহার।
Discussion about this post