চট্টগ্রাম প্রতিনিধি: ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে করা এক মামলায় ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল তারকা কায়কোবাদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা মামলায় তাকে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর। তিনি জানান, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে কায়কোবাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ছাত্রী বলেন, কায়কোবাদের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে নিয়ে সে বারবার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। রাজি না হলে সে আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে। একপর্যায়ে সে সম্পর্ক ভাঙার ভয় দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে।
গেল ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে দুজনের দেখা হয়। সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কায়কোবাদ ওই ছাত্রীকে গালিগালাজ ও মারধর করে। টেনে শাহ আমানত হলের গেস্ট রুমে নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে ওই ছাত্রীকে উদ্ধার করে।
সম্প্রতি কায়কোবাদ তাকে এড়িয়ে চলা শুরু করে। মঙ্গলবার এ বিষয়ে কায়কোবাদের সাথে কথা বলতে গেলে শাহ্ আমানত হলের সামনে তাকে মারধর করে।




Discussion about this post