বিডি ল নিউজঃ আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বরাত দিয়ে জানিয়েছেন, ‘দুঃশাসনের অবসান ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি চলবে।’
সালাহউদ্দিন আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘অবরুদ্ধ চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া সর্বাত্মক অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য বিএনপিসহ ২০ দলীয় জোটের সকল নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি চলমান আন্দোলনে যারা সরকারী পেটোয়া বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে নির্যাতিত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।’ সালাহউদ্দিন আহমেদ অবরোধ কর্মসূচি স্থগিত করা হচ্ছে মর্মে বিভিন্ন সরকারি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তা চালিয়ে যাওয়ার জন্য খালেদা জিয়ার পক্ষে বিএনপিসহ ২০দলীয় জোট ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
Discussion about this post