বিডি ল নিউজঃ
ছেলে আরাফাত রহমান কোকোর চল্লিশা উপলক্ষে আয়োজিত কোরাআন খতম ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার সকালে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া তার কক্ষে থেকেই কোরাআন তেলাওয়াতে অংশ নেন বলে জানিয়েছেন তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান।তিনি বলেন, ‘বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কোরাআন খতম শুরু হয়। ম্যাডাম তার রুম থেকে সেই কোরাআন তেলাওয়াতে অংশ নেন। আজ বুধবার বাদ আসর অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।’একই সঙ্গে তিনি জানান, সারাদেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা তাদের অবস্থানে থেকে কর্মসূচি বা সময় অনুয়ায়ী কোরাআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করবে।এদিকে কোকোর চল্লিশা উপলক্ষে কোরাআন খতম দিতে গুলশানে খালেদার রাজনৈতিক কার্যালয়ে সকালে প্রবেশ করেনে বাড্ডা আজিজিয়া মাদরাসার হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ছয় হাফেজ।
Discussion about this post