চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশুসহ দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে দুই যুবক চলন্ত মোটরসাইকেল থেকে নৌকা মার্কার কার্যালয়ের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই দুই যুবক হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন।
ককটেল হামলায় কার্যালয়ের সামনে থাকা শিশু সাব্বির রহমান রনি ও রহনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আদর আলী আহত হন। আহতদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একই সময়ে দুর্বৃত্তরা রহনপুর কলেজ মোড়েও ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে, সেখানে কেউ আহত হয়নি।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবু আলম খান বলেন, তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Discussion about this post