ডেস্ক রিপোর্ট
অসদাচরণের অভিযোগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই কর্মচারীকে (এমএলএসএস) চাকরি বরখাস্ত করা হয়। চাকরি ফিরে পেতে আপিল করেন তারা। আপিল শুনানি শেষে আদালত তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত স্থগিত করেছেন।
ফলে আদালতের আদেশে তাদের চাকরিতে বহালে আর কোনো বাধা নেই। তবে আদালত তাদের দু’টি বার্ষিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের মাধ্যমে গুরুদণ্ড থেকে চাকরি ফিরে দিয়ে লঘুদণ্ড প্রদান করেছেন। চাকরি ফিরে পাওয়া দুই কর্মচারী হলেন- মো. কামাল হোসেন এবং সুমন সিংহ।
বুধবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় মামলায় এমএলএসএস মো. কামাল হোসেন এবং সুমন সিংহের বিরুদ্ধে করা তদন্তে অসদাচারণের অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগের পরে তাদেরকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। তবে হাইকোর্ট বিভাগের ওই দুই কর্মচারী প্রশাসনের বহিস্কারাদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেন। সেই আপিলের শুনানি নিয়ে ওই দুই কর্মচারীকে লঘুদণ্ড প্রদানের আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
পরবর্তীতে ওই দুই কর্মচারীকে দেয়া লঘুদণ্ডের আদেশ গ্রহণ করে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয় এবং ভবিষ্যতের জন্য তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Discussion about this post