আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকায় দেশ চাদে বোকোহারাম জঙ্গিরা অন্তত ১৮ জনকে গলা কেটে হত্যা করেছে৷ শনিবার রাতে লেক চাদ অঞ্চলে ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
এএফপির খবরে বলা হয়, বোকো হারামের নৃশংসতার শিকার ১৮ জনই স্থানীয় ডাবুয়া গ্রামের বাসিন্দা৷ গলা কেটে হত্যার পর প্রাণহীন দেহগুলো বিক্ষিপ্তভাবে মাঠিতে ফেলে রাখা হয়।
বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে বলা হয়, বোকো হারাম জঙ্গিরা হত্যার পর ১০ নারীকেও অপহরণ করে।
মূলত: উত্তর নাইজেরিয়াতেই প্রবল নাশকতা ঘটিয়ে আসছে বোকো হারাম৷ সীমান্ত পেরিয়েও তারা হামলা চালায়৷ এবার তাদের হামলায় রক্তাক্ত হল চাদ লেক অঞ্চল৷ বিখ্যাত এই হ্রদ ছড়িয়ে রয়েছে ক্যামেরুন, চাদ, নাইজার ও নাইজেরিয়ার সীমান্তে৷




Discussion about this post