নগরীর পাঁচলাইশ থানার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও নাছিরাবাদ এলাকায় চারটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দেড় লাখ টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়।
তিনি বলেন, ফুড সাপ্লিমেন্ট, ফিজিশিয়ান স্যাম্পল, ভারতীয় এবং সরকারি ঔষধ বিক্রির দায়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিপরীতে ফাতেমা ফার্মেসিকে ২০ হাজার, সাথী মেডিকেল হলকে ২০ এবং জনতা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নাছিরাদ সিএন্ডবি কলোনী এলাকায় মন্দিরা ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করে সীলগালা করা হয়।
তিনি জানান, অভিযানের খবর পেয়ে কয়েকটি ফার্মেসি মালিক বিভিন্ন ধরনের ওষুধ ফেলে পালিয়ে যায়। পরে এসব ওষুধ জব্দ করা হয়।




Discussion about this post